সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬

উত্তর গ্রাম ইউনিয়ন পরিচিতি। মহাদেবপুর, নওগাঁ।

এক নজরে উত্তর গ্রাম ইউনিয়ন পরিচিতি

পরিচিতি: নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা হতে আনুমানিক ৭ কি:মি: আত্রাই নদীর পূর্বে ৮নং উত্তর গ্রাম ইউনিয়ন পরিষদ অবস্থিত। এটি একটি কৃষি নির্ভর ইউনিয়ন এবং ধান ও সবজি উৎপাদনে প্রসিদ্ধ।

১। ইউনিয়নের নামঃ ৮নং উত্তর গ্রাম ইউনিয়ন পরিষদ।
২। আয়তনঃ ২৪.০৮৭ বর্গ কিলোমিটার।
৩। মোট জমির পরিমানঃ       হেক্টর।
৪। সীমানাঃ উত্তরে মহাদেবপুর-নওগাঁর প্রধান পাকা সড়ক, পূর্বে ভীমপুর ইউনিয়ন, দক্ষিনে সফাপুর ইউনেয়ন, এবং পশ্চিমে আত্রাই নদী অবস্থিত।
৪। গ্রামের সংখ্যাঃ ১৩টি, মৌজা- ১৬ টি।
৫। মোট জনসংখ্যাঃ ২৮৫২২ জন
                       (জন্ম নিবন্ধন রেজি: অনুযায়ী)।

৬। গ্রাম ভিত্তিক জনসংখ্যা নিম্নরূপঃ
উত্তরগ্রাম- ৫৭৯২, শিবরামপুর- ৪০১৬, চকগোড়া- ৯৪০, জোতহরি- ৯৫১, শিবগঞ্জ- ১০৪১, সুলতানপুর- ২২৪০, দরিয়াপুর- ৪৮৫, দোহালী- ৩৩৩৭, ধর্মপুর- ৪০২, ভালাইন- ৩১৬৫, বামনসাতা- ৩২৩১, কর্ণপুর- ১১১৬, শ্রীরামপুর- ৭৭৮, হাটবড়াইল- ২৮। মোট- ২৮৫২২
৭। হাট বাজারের সংখ্যা- বড়- ১৩টি।
৮। পাকা রাসত্মা: ৩০ কি:মি:।
৯। কাঁচা রাসত্মা- ১২ কি:মি:।
১০। মন্দির সংখ্যা- ১৭টি।
১১। কলেজের সংখ্যা- ২টি।
১২। মাদ্রাসা সংখ্যা- ২টি দাখিল, ৭টি এবতেদায়ী।
১৩। মাধ্যমিক স্কুল- ৪টি।
১৪। নিম্ন মাধ্যমিক স্কুল- ০২টি।
১৫। সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৯টি, রেজি: ০১টি।

পূর্বতন চেয়ারম্যানবৃন্দ


 পূর্বতন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ

১। মো: কফিল উদ্দীন সরদার- (নির্বাচিত প্রেসিডেন্ট)
২। সচিতানন্দ রায় (মনোনিত)।
৩। মো: আলিম উদ্দীন মন্ডল (নির্বাচিত)।
৪।)মো: জফর উদ্দীন চৌধুরী (নির্বাচিত)।
৫। মো: রফাতুল্লা আহম্মদ (নির্বাচিত)।
৬।)মো: আলিম উদ্দীন (১ম(চেয়ারমান)।
৭। মো: জহির উদ্দীন)চৌধুরী (নির্বাচিত)।
৮। মো: আনিছুর রহমান (নির্বাচিত)। 
৯। মো: ষাহের উদ্দীন (ভারপ্রাপ্ত)।
১০। মো: নাসির উদ্দীন (নির্বাচিত)
১১। মো: শেখ শাহ আলম ফয়সাল (নির্বাচিত)
১২।  মো: নাসির উদ্দীন (নির্বাচিত)

প্রখ্যাত ব্যাক্তিত্ব

নওগাঁ জেলাধীন মহাদেবপুর উপজেলার ০৮ নম্বর উত্তরগ্রাম ইউনিয়নের প্রখ্যাত বক্তিত্বদের মধ্যে রয়েছেন-
০১। জনাব মোঃ আখতার হামিদ সিদ্দিকী
০২। জনাব মোঃ আনিছুর রহমান 
০৩। জনাব মোঃ নাসির উদ্দীন মন্ডল 
০৩। জনাব একে শাহ আলম ফয়সাল 
০৪। জনাব মোঃ আব্দুস সাত্তার নান্নু                             

উত্তরগ্রাম ইউ,পির ইতিহাস

মহাদেবপুর উপজেলাধীন উত্তরগ্রাম ইউপির নাগরিক সাধারণ স্বাভাবিক বাংলা ভাষায় কথা বলেন, এখানে বসবাসকারী নৃতাত্তিক জনগোষ্ঠীর লোকজনও এখনো বাংলা ভাষায় কথা বলেন। সংস্কৃতির ক্ষেত্রে জাতীয় দিবসসমূহ, রবীন্দ্র উৎসব, নজরুল উৎসব, স্থানীয় বিভিন্ন শিল্পগোষ্ঠীর ব্যক্তিগত উদ্যোগে যথাযথভাবে পালিত হয়। এছাড়া নৃতাত্ত্বিক জনগোষ্ঠীও তাদের নিজ নিজ উৎসবে তাদের নিজস্ব সংস্কৃতি জনসম্মুখে উপস্থাপন করে। মুসলিম সম্প্রদায়ের ঈদ-উল-ফিতর ও উদ-উল-আযহা ছাড়াও হিন্দু সম্প্রদায়ের অন্তত ১০০টি বা ততোধিক মন্দিরে প্রতিবছর মহাসমরহে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।



যোগাযোগ ব্যবস্থা

জেলা শহর থেকে মহাদেবপুর উপজেলাই আসার পথে মোল্লাকুড়ি বাসট্যান্ড হতে দক্ষিনে পাকা রাস্তা  ২ কিলোমটার
উপজেলা শহর থেকে দক্ষিণ-পূব দিকে ৭ কলোমিটার ভায়া শিবগঞ্জ বাসট্যান্ড হয়ে শিবগঞ্জ বাজার ভায়া শিবরামপুর গ্রাম
শিবরামপুর গ্রাম হতে ১কিলোমিটার পূব দিকে ইউনিয়ন পরিষদ অবস্থিত(পাকা রাস্তা) 
বাস,মাইক্রো,সিএনিজ,রিক্সা,ভ্যান ইত্যাদি যোগে আসা যায়।     



জরুরী যোগাযোগ

                                   
মোঃআকতার হোসেন
       সচিব
০৮নং উত্তরগ্রাম ইউ,পি
মোহাদেবপুর,নওগাঁ।
মোবাঃ০১৭৩৩১৭৭০৬২
ইমেল:akterhossain@gmail.com

মো:লুৎফর রহমান(বাবুল)
         উদ্দ্যোক্তা
০৮নং উত্তরগ্রাম ইউ.পি.
মহাদেবপুর,নওগা
মোবা:০১৭১৩৭৮০২৯৫
ইমেল:lutfar.uisc@gmail.com

মোছা:রাবেয়া রহমান (পলি)
        উদ্দ্যোক্তা
০৮নং উত্তরগ্রামইউ.পি.
মহাদেবপুর,নওগাঁ
মোবা:০১৭৩৩১৯৭৬৫০
ইমেল:uisc.rabeya123@gmail.com.
 
সুত্রঃ http://8nouttargramup.naogaon.gov.bd/node/1000448/%E0%A6%8F%E0%A6%95-%E0%A6%A8%E0%A6%9C%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%87%E0%A6%89%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%A8-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BF

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন